প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া বাজারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন এর সন্তান, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ।
মোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যাগে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহ আলম, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, মোগাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসেন, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা আব্দুল রউফ মিয়া, জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম সেলিম, মোগরাপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সাবেক মেম্বার আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ মজিবর, মোগরাপাড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার মোহাম্মদ মুসা, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলা সভাপতি নাইদুল ইসলাম খোকন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত ব্যাপারি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সোনারগাঁও পৌরসভা-সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি কবির প্রধান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত দিন