নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মনোয়ারা ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে সোনারগাঁ পৌর সভার রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণার অংশ হিসেবে ডা. বিরু জনসাধারণের মাঝে উন্নয়নের চিত্র তুলে ধরে লিফল্যাট বিতরণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনকে নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প কর্মসূচীতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক মাহাবুব আলম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনসহ আওয়ামীলীগম যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন