মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বহুল প্রতিক্ষিত স্বপ্নের হরিহরদী সেতু আজ বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে সোনারগাঁও বাসীর উপহার হিসাবে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁওয়ের ৩টি ইউনিয়নের ৪০ গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নের হরিহরদি সেতু।
আজ বঙ্গবন্ধু ১০২ তম জন্মদিনে সোনারগাঁওবাসীর উপহার হিসাবে ইতিহাসে লিখা থাকবে এই সেতুর নাম। সনমান্দি ইউনিয়নের হরিহরদি বাজারের পাশ থেকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে জামপুর ইউনিয়নের মুছারচর এলাকাকে যুক্ত করেছে এই সেতু। এই সেতু দিয়ে বারদি ইউনিয়নের লোকজনও যাতায়াত করবে। ৬ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকায় ৯৯ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) IRIDP-2 প্রকল্পের মাধ্যমে সেতুর কাজটি ২০১৮ সালের ৫ই মে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও জনপ্রতিনিধি বৃন্দ। সেতুর এপ্রোচ রোড হতে কানেকটিং রোডে সংযোগ স্থাপন করতে উপজেলা প্রশাসন আরও ১০ লাখ টাকা বরাদ্দ করে। এই সেতু নির্মাণের ফলে এশিয়ান হাইওয়ে যানজটে পড়া লোকজন বারদি হয়ে অথবা বাংলা বাজার দড়িকান্দি হয়ে উপজেলা সদরে পৌছতে পারবে। সেতুর উদ্বোধনের সংবাদে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করবেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, মাহমুদা আক্তার, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির ভূইয়া, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক সহ মহাজোট নেতৃবৃন্দ ও স্থানীয় গন্য মান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আপনার মতামত দিন