রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাংবাদিক পুত্র ফুল স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষা গ্রহণে স্পেনে যাত্রা  সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাট সোনারগাঁওয়ে শহীদী মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা ও সমাবেশ সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজাউল করিমের সমর্থকদের শুভেচ্ছা বিনিময়  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে, সোনারগাঁও থানা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরন সোনারগাঁওয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন নুনেরটেকে মেঘনা নদী ভাঙ্গন রোধে ৪০ লাখ টাকার জিও ব্যাগ ফেলা শুরু যারা এখন লুটপাট,জুলুম, অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয়- মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় তরকারী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

বঙ্গবন্ধুর জন্মদিনে ডা: বিরুর দিনভর নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র উদ্যোগে বৃহস্পতিবার দিনভর
নানান কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সোনারগাঁও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন। পরে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাথে সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে এই মহান নেতাকে শ্রদ্ধা জানান। পরে সোনারগাঁপ পৌরসভা অডিটোরিয়ামে তার ব্যক্তিগত উদ্যোগে কেক কাটা হয়। সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে কেক কাটেন ও সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কেক কাটেন। এ উপলক্ষ্যে সোনারগাঁওয়ের বরাব এলাকায় আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় সন্ধ্যায় আতশবাজি ফুটিয়ে সমগ্র দিনের কর্মসূচি সম্পন্ন করেন ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
সোনারগাঁও পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু),  উদ্বোধক হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সার্বিক আয়োজনে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হায়দার ও মাসুদ রানা মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী,  আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহাবুব আলম মিলন, সদস্য সচিব সৈয়দ শামীম, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, অর্থ সম্পাদক অমর বিশ্বাস, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এইচ বাবু, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকু, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি রবিন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন মেম্বার, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলিম, সহ-সভাপতি মোবারক, সাংগঠনিক সম্পাদক আওলাদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD