ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আন্তঃস্কুল ফুটবলে মেয়েরা বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ সেমিফাইনালে উর্ত্তীণ হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ঢাকা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর কালিয়াকৈর উপজেলাকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
২০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর এর সাথে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ সেমিফাইনালে খেলবে।
এর আগে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ উপজেলা পর্যায়ে ফাইনালে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
জেলা পর্যায়ে সেমিফাইনালে বন্দর উপজেলাকে ৩/০ গোলে হারিয়ে ফাইনালে উঠে । পরে ফাইনালে রূপগঞ্জকে ৩/০ গোলে হারিয়ে জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়
আপনার মতামত দিন