নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
সোমবার দিবাগত রাতে উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরফান হোসেন দীপ নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেবের পুত্র।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর এরফান হোসেন দীপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান রবিন, আনোয়ার হোসেন মেম্বার,মোঃ রাসেল মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সোনারগাঁও উপজেলা কমিটির সভাপতি, (মোঃ নাহিদুল ইসলাম খোকন),সাধারণ সম্পাদক (আহাদুর রহমান রাহাদ) শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি,(মোঃ সিয়াম), নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রিদোয়ান ইসলাম,সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান কিরন প্রমুখ।
আপনার মতামত দিন