হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার সাক্ষ্য দিয়েছেন কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে নাজমুল হাসান শ্যামল তার সাক্ষ্য নেন। এ সময় মামুনুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রিসোর্টে হামলা ও মহাসড়ক অবরোধ, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে সোনারগাঁও থানায় কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও ২৮ মার্চ হেফাজতের হরতালে নাশকতামূলক ঘটনায় সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানায় মোট ১৭টি মামলা হয় এই হেফাজত নেতার বিরুদ্ধে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন জানান, জান্নাত আরা ঝর্ণাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে টানা দুই বছর ধরে ধর্ষণ করে আসছিলেন হেফাজতনেতা মাওলানা মামুনুল হক। ঝর্ণা মামুনুল হকের এক বন্ধুর স্ত্রী বলে জানা যায়।
মাওলানা মামুনুল হককে এর আগে বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে নারায়ণগঞ্জে আনা হয়। এ সময় আদালতে তাঁর ভক্ত ও অনুসারীদের ভিড় করতে দেখা যায়।
আপনার মতামত দিন