শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ মানবিক রাইডারস সোসাইটির উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সোনারগাঁওয়ে বারদীতে অবস্থিত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসুফ আলী কল্যান তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী।
ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণকালে ইউসুফ আলী বলেন, কল্যানকর এসব কাজের মাধ্যমে নতুন প্রজন্ম লেখাপড়ায় উৎসাহিত হবে। সমাজের বিত্তবান ও সমাজসেবকদের জনকল্যানকর কাজে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও একটি কলেজের মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এছাড়া দুপুরে মোধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন্যভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবিক রাইডারস সোসাইটির এডমিন তাহমিনা তাজের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সোসাইটির মডারেটর মোমেন মিয়া, এম.আই মামুন, জহিরুল ইসলাম, হিকমত মৃধা সিয়াম হোসেন, সুরুজ মিয়া, গ্রুপ এক্সপার্ট গাজী রিয়াজ, আশিকুর রহমান, আসিফ হোসেন, সুমন হাওলাদার, জীবন, অলক চন্দ্র সেন, শাহিন, গ্রুপ সদস্য সুলতানা, আখি, সিরাজ, নদী, নাঈম, ফায়জুল প্রমুখ।
আপনার মতামত দিন