শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময়ই আপোষহীন ছিল দৈনিক যুগান্তর। সাহসিকতার সাথে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় দেশের শীর্ষ এ গণমাধ্যম প্রাতিষ্ঠানিক বিভাগে বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে যুগান্তর তার এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা বিশ্বাস করি। দৈনিক যুগান্তর এর ২ যুগ পূর্তি উপলক্ষে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁও থানার ওসি অপারেশন মোঃ মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁও) ও স্বজন উপদেষ্টা আল আমিন তুষার।
যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সজিব মোঃ রায়হান, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, কামাল হোসেন, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মশিউর রহমান, আনিছুর রহমান, হীরালাল বাদশা, নাসির উদ্দীন, মাজহারুল ইসলাম, কবির হোসেন, আনোয়ার হোসেন, রুবেল মিয়া, মাসুদ হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্বজন সমাবেশের স্বজনরা।
আপনার মতামত দিন