নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, আজকে আমার সন্তানতূল্য শিক্ষার্থীরা যারা এখানে উপস্থিত আছো তোমরাই আগামীতে লেখা পড়া করে কেউ সংসদ সদস্য, সচিব, মন্রী অথবা আরো অনেক উচু জায়গায় প্রতিষ্ঠিত হবে। তোমরা আগামীতে এ দেশের নেতৃত্বে দিবে, সেই জন্য তোমাদেরকে ভালো ভাবে পড়া লেখা করতে হবে। তোমাদের অভিভাবকরা তাদের অনেক কষ্ট করে তোমাদেরকে কলেজে লেখা পড়া করায় তাদের তোমাদের নিয়ে অনেক বড় স্বপ্ন । তাদের এই স্বপ্ন পূরনে সবাই ভালো করে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে তবে তাদের স্বপ্ন বাস্তবায় হবে।
তিনি বৃহস্পতিবার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের নবীন বরন ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এমদাদুল হক নুরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া , কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডালিয়া লিয়াকত, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ সাবরিনা হক সহ নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আপনার মতামত দিন