রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক সোনারগাঁও নিউজ : সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গাপ্রসাদ ও কাজিরগাঁও এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গনসংযোগ চালিয়ে পৃথক ভাবে দুটি স্থানে আলোচনা সভা করেছেন নৌকা প্রার্থী হাজী নাসির উদ্দিন।
এসময় নৌকার সমর্থনে দুটি গ্রামের কয়েকশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। দূর্গাপ্রসাদ এলাকায় আলোচনা সভায় আব্দুল কাদির জয়ের সভাপতিত্বে প্রথমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কর্মী সমর্থকরা নৌকার পক্ষে ভোট চেয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জজ মিয়া, জয়নাল বেপারী, জাকির হোসেন, নোয়াব হোসেন প্রধান, ডা. মোস্তফা, নাছির উদ্দিন, মো. রুবেল, মিরাজ হোসেন, রিপন মিয়া, রবিউল হোসেন, মুকুল হোসেন, দুলাল মিয়া, শরীফ হোসেন, সোহাগ মিয়া, জিকু রহমান, আক্তার হোসেন, আলী হোসেন ও শহিদুল্লাহ প্রমূখ। অপর দিকে কাজিরগাঁও এলাকায় আলোচনা সভায় আফতাব উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রথমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে আওয়ামীলীগ নেতা গাজী আশ্রাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্থানীয় কর্মী সমর্থকরা ১নং ওয়ার্ডের সাধারন মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আব্দুল কাদির জয়, গাজী নূরুল হক, আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, আব্দুল কুদ্দুস, আব্দুল ওহাব, মজিবুর রহমান, আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক, গাজী শাহীন, শাহজালাল, শাহীন কামাল, ইসমাইল, তরিকুল ইসলাম, মির্জা আলামিন, ফজলুল হক, মাঈনউদ্দিন, সাহাবুদ্দিন, মো. নাছির উদ্দিন, মোবারক হোসেন, লিটন, সাহাবুদ্দিন ভান্ডারী, শাওন ও মুন্না প্রমূখ। পরিশেষে শম্ভুপুরা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাসির উদ্দিন তার বক্তব্যে ভোটারদের মাঝে বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রতি দিয়ে ভোট চেয়েছেন।
আপনার মতামত দিন