শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ আহতদের রক্ত দিয়ে সহযোগীতা করার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
“মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে” শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির উদ্ধোধন করেন সানারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
বদরুন্নেসা কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরার উদ্যোগে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করে সীতাকুন্ডে আহতদের সহযোগিতায় এগিয়ে আসেন।
রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা আক্তার পলি, রুনা আক্তার, জাকিয়া সুলতানা শিখা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, পৌর আওয়ামীলীগ নেতা কবির হোসেনসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সীতাকুন্ডে ভয়াবহ অগ্নকিকান্ডে আহতদের পাশে দাড়াতে আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অবশ্যই প্রশংসনীয়। তিনি বলেন, মানুষের কল্যানে কাজ করতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলকে মানব কল্যাণে কাজ করার আহবান জানান।
আপনার মতামত দিন