শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অংশীজনদের সঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল- ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুন অর রশীদ মোল্লাহ্, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপনন বিভাগের মহা ব্যবস্থাপক প্রকৌশলী ইমামউদ্দিন শেখ, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ উপ- ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান, সোনারগাঁও থানার পরিদর্শক অপারেশন মাহফুজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিলসহ আবাসিক গ্রাহকদের ভোগান্তিসহ নানা ধরনের সমস্যা তুলে ধরা হয়।
সভায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার, আবাসিক গ্রাহক ও শিল্প গ্রাহকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন