বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন চলাকালে উষ্কানীমূলক বক্তব্যের জের ধরে সংর্ষষের ঘটনা অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো. ওহাব মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় এ অভিযোগ দায়ের করা হয়। এতে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লাকে প্রধান আসামী করে ২০জনের নামসহ অজ্ঞাত ৫০জনকে আসামী করা হয়।
জানা যায়, বুধবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন চলাকালীন সময়ে ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা তার বক্তব্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নাসিরউদ্দিনকে মনোনয়ন দেওয়া আওয়ামীলীগের ভুল সিদ্ধান্ত ছিল। ফলে গত নির্বাচনে এ ইউনিয়নের নৌকার ভরাডুবি হয়। এছাড়াও নাসিরউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিরূপ মন্তব্য করে বক্তব্য দেওয়ার কারনে নাসিরউদ্দিন সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এতে স্টেজের ভেতরে উভয় পক্ষের কর্মীদের মধ্যে কথাকাটাকাট্ িহয়। এক পর্যায়ে তাদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরবর্তীতে আবু বকর সিদ্দিক মোল্লার সমর্থকরা লাঠিসোটা নিয়ে নাসিরউদ্দিন সমর্থকদের ওপর হামলা করে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন কর্মী আহত হয়। আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ও নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার আওয়ামীলীগ নেতা নাসিরউদ্দিনের পক্ষে মো. ওহাব মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় এ অভিযোগ দায়ের করেন।
শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা ও নৌকার প্রতীকে মনোনীত প্রার্থী নাসিরউদ্দিনের মধ্যে দ্বন্ধ চলছিল। আবু বকর সিদ্দিক মোল্লাও বিগত নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যশী ছিলেন। এ ইউনিয়নে আগামী কমিটিতে দু’জনেরই সভাপতি প্রার্থী। ফলে তাদের মধ্যে দ্বন্ধ চরমে উঠে।
সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম সোনারগাঁও নিউজকে জানান, আওয়ামীলীগের কর্মী সম্মেলনের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত দিন