নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রোববার সকালে শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহাবুর রহমান বাবুল, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহমেদ, কামাল হোসেন, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা কবির হোসেন, গাজী আক্তার হোসেন, কাচঁপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন আহমেদ রাশেদ, ছাত্র লীগ নেতা রাসেদুল ইসলাম রাসেলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন