নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরীর বেপারী মার্কেট এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
আলোচনা সভার বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার,আলী আজগর, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া মাসুম, মজিবুর রহমান, নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু, আতাউর রহমান, ডা. মিজানুর রহমান, জিয়াউল হক চয়ন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, জয়নাল হোসেন প্রধান ।
এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, আব্দুর রহমান সরকার, সোনারগাঁও পৌর বিএনপি’র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা সোহরাব হোসেন, হাজ্বী শহিদুল্লা, সামাদ মেম্বার, আব্দুল জলিল, আবুল, রিয়াজুল, আলীনুর, সাহানুর, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রাহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব, মোহন, সোহেল, আতাউর, খোকন শিকদার, জুয়েল, সোহেল ভান্ডারী, আনোয়ার, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, জাসাসের সভাপতি আমির হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির, জাসাসের সাধারণ সম্পাদক ইউসুফ সোহাগ, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত, উপজেলা ছাত্রদল নেতা ইয়ামিন রহমান শিশির, রায়হান আহম্মেদ রিদয়, জোবায়ের আহম্মেদ সামীসহ সোনারগাঁও উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
আপনার মতামত দিন