নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ ‘নারায়ণগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর সুবর্ন ক্যাফে- তে বিশ্বভরা প্রাণ নারায়ণগঞ্জ জেলা কমিটি পূনর্গঠন, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও ভাষা, সংস্কৃতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্বভরা প্রাণ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রোকসানা বেগম৷
আলোচনা পূর্বের উপস্থাপনায় ছিলেন সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান এবং সাংস্কৃতিক পর্বের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরকার ৷
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার মোঃ মতিউর রহসান,সিনিয়র সহ- সভাপতি রওশন আরা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,সহ -সম্পাদক আইয়ুব হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরকার,অর্থ ও হিসাব সংরক্ষণ সম্পাদক গৌতম মজুমদার,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সুমন আল হাসান,পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আজিবুর রহমান ৷
আলোচনা সভায় সভাপতি জানান, যে বিশ্বভরা প্রাণ সাংস্কৃতিক সংগঠন যা বাংলার সাংস্কৃতিকে ধারন, লালন ও প্রসারের জন্য প্রতিষ্ঠিত।১৯৫২ সালে ভাষা শহিদদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার শুদ্ধ চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে বিশিষ্ট কবি,আবৃত্তিকার, সংগঠক শ্রদ্ধেয় জাহান বশীর এর সংগঠিত আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ যাত্রা শুরু করলেও পরবর্তীতে এটি ওপার বাংলা ভারতেও বাংলা ভাষীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে।বর্তমানে বিশ্বভরা প্রাণ দেশের সীমানা পেরিয়ে ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কিছু দেশে বাংলাভাষী জনগোষ্ঠীর কাছে শুদ্ধ বাংলা চর্চা ও বাংলা সংস্কৃতির এক অনন্য অবদান রেখে চলেছে। দেশের এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নির্দিষ্ট পরিমন্ডলের বাইরেও পৃথিবীর বিভিন্ন মানচিত্রে বাংলা সংস্কৃতি চর্চার প্রতিনিধিত্ব করছে বিশ্বভরা প্রাণ বেশ সুনামের সাথে। এরই ধারাবিহিকতায় বাংলাদেশ জাতীয় কমিটির বর্তমান সম্পাদক ড.আব্দুর রহিম স্যার এর অনুপ্রেরনায় নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠিত হয়।
সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা অনুশীলনের পাশাপাশি সামাজিক সেবা মূলক কর্মকান্ডে অংশ নেওয়া বিশ্বভরা প্রাণ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্দেশ্য।
আপনার মতামত দিন