নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিসি ক্যামেরা ভেঙে চুরির চেষ্টা করেছে এক চোর। চুরির ঘটনায় ওই বাড়ির মালিক কিশোর কুমার রায় বাদি হয়ে শুক্রবার সোনারগাঁও থানার অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে বারদী ইউনিয়নের মারকুন্ডি পাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মারকুন্ডি পাড়া গ্রামের কিশোর কুমারের বাড়ির লোকজন গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেনপাড়া গ্রামের সামসুল হকের ছেলে মো. রাসেল রাতেই তাদের বাড়িতে চুরির উদ্দেশ্য বাড়িতে আসে। পরে সিসি ক্যামেরা দেখে দুটি ক্যামেরা ভেঙে চুরির চেষ্টা করে। পরবর্তীতে সকালে ঘুম থেকে উঠে বাড়ির সিসি ক্যামেরা ভাঙা দেখে বাড়ির লোকজন। পরে রাতের ফুটেজ যাচাই করার পর ওই এলাকায় চিহ্নিত মাদকাসক্ত ও চোর রাসেলকে চিহ্নিত করে।
এলাকাবাসীর অভিযোগ রাসেল বারদী এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্য, সে গত মাসে বারদী বাজারে একটি তেলের মিলের সাটারের তালা ভেঙে নগদ টাকা চুরির অভিযোগে জেল খাটেন। কয়েক দিন হয় জামিনে মুক্তি পেয়ে আবারও চুরির কাজে লিপ্ত হয়েছে, চোর রাসেলের চুরির উৎপাত দিন দিন বেড়েই চলছে। এঘটনার পর থেকে বারদী এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন