রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাংবাদিক পুত্র ফুল স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষা গ্রহণে স্পেনে যাত্রা  সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাট সোনারগাঁওয়ে শহীদী মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা ও সমাবেশ সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজাউল করিমের সমর্থকদের শুভেচ্ছা বিনিময়  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে, সোনারগাঁও থানা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরন সোনারগাঁওয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন নুনেরটেকে মেঘনা নদী ভাঙ্গন রোধে ৪০ লাখ টাকার জিও ব্যাগ ফেলা শুরু যারা এখন লুটপাট,জুলুম, অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয়- মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় তরকারী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

সোনারগাঁওয়ে চেয়ারম্যান লায়ন বাবুল প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ।

শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিং কমপ্লেক্সের ৭ তলায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতিসহ নারায়ণগঞ্জ এবং সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, গত ১২ ফেব্রুয়ারী শনিবার উপজেলার বারদী ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠানে (ওয়াজ-মাহফিল) তার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চোর- ডাকাত নির্মূলে বক্তব্য রাখতে গিয়ে কথা প্রসঙ্গে ভুলক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে একটি অমার্জিত বক্তব্য দিয়ে ফেলেন। ভুলক্রমে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য নিজের অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে সোনারগাঁও আওয়ামীলীগের সাথে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শেষ বারের মতো সুযোগ চান লায়ন মাহবুবুর রহমান বাবুল।

তিনি বলেন, উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় ডাকাত, সন্ত্রাস, জুয়ারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বসবাস। এখানকার দুজন জনপ্রতিনিধি ডাকাতি ও জুয়ায় সাথে সম্পৃক্ত। ডাকাত ও চাঁদাবাজদের কারনে শান্তির বাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটান। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই বারদী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস বিহীন ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে আসছেন। চেয়ারম্যান বাবুল বলেন, ওই বক্তব্যে আমি আসলে বলতে চেয়েছি প্রধানমন্ত্রীর বারদীতে ডাকাতদের দমন করতে আমার হুকুম লাগবে না। আপনাদের সহযোগিতা লাগবে। কিন্তু মুখ ফসকে অন্যরকম কথা বেড়িয়ে গেছে। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। প্রকৃতপক্ষে ওইদিন (গত ১২ফেব্রুয়ারী) ওয়াজ মাহফিলে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানানো হয়েছে। তার নির্বাচনের প্রতিদ্বদ্বিতাকারী কুচক্রী মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক বিষয়টি প্রচার করেনি। যতোই ষড়যন্ত্র হউক বারদী থেকে সকল অপশক্তি নির্মূল করতে তিনি কাজ করে যাবেন।

সংবাদ সম্মেলনে সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে আগত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বারদী ইউনিয়ন পরিষদেন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD