শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে।
সোমবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকার নয়াবাড়ি থেকে শুরু হয়ে কাঁচপুর বাসস্টান্ডে এসে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা জাকারিয়া ভুঁইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আমাদের আবেগের জায়গা। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যে কোন ধরণের ধৃষ্টতাপূর্ণ আচরণের জবাব নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল রাজপথেই দিবে। এসময় জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আপনার মতামত দিন