শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার সকালে সোনারগাঁওয়ে কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ও জামায়াতের জেলা শিক্ষা ইন্সপেক্টর আজগর আলী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী খানহর অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যাপক মোহাম্মদ আলী খান বলেন, ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ দেশের গণমানুষের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এমনিতেই খাদ্যপণ্যের দাম আকাশচুম্বি, সাধারণ মানুষের নাগালের বাইরে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করুন।
আপনার মতামত দিন