সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক জেলের জাল আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বারদী ইউনিয়নের নাকরীহাটি গ্রামের মৃত সামাদ ফকিরের ছেলে জসিমউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে জেলে জসিমউদ্দিনের সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন।
ভুক্তভোগী জসিমউদদীন বলেন, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় আমার বৃদ্ধ মা ঘরে শুয়ে থাকা অবস্থায় কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে চলে যায়। পরে আমার প্রতিবেশিরা আগুন দেখে আমার অসুস্থ মাকে উদ্ধার করে। এমসয় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ ঘটনার কয়েক মাস আগেও আমার খড়ের পাড়ায়ও আগুন দিয়েছে দুবৃত্তেরা।
তিনি বলেন, কিস্তি তুলে ও আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে আমি জাল কিনেছি এখন ঋণের বোঝা মাথায় নিয়ে কি করে সংসার চালাবো জানিনা। এ ঘটনায় তিনি বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বারদী ইউনিয়নের নাকরিহাটি গ্রামের জসিমউদ্দিনের ঘরে আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত দিন