বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ দেখে ট্রাক ও ফেনসিডিল রেখে পালালো ট্রাক চালক ও হেলপার। পুলিশ ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় হাইওয়ে থানা পুলিশ একটি ট্রাক তল্লাশী করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় পুলিশ দেখে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন। এসময় পুলিশ ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৩৪৪৬) কে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই চালক ও হেলপার দৌঁড়ে পালিয়ে যান।
কাঁচপুর থানার ওসি নবীর হোসেন আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।
আপনার মতামত দিন