মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় বিষাক্ত মদ পানে সম্রাট হোসেন সোহান (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সম্রাট হোসেন সোহান উপজেলার ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে।
জানা যায়, সোহান শনিবার রাতে মদ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর হয়। এছাড়াও জিসান নামের আরো একজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন