রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবক সাইফুল ইসলাম রাব্বানী হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে বন্দরের নবীগঞ্জ থেকে পলাতক অবস্থায় পিয়াল (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়াল সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। গত ২ আগষ্ট সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘিরপাড় উত্তরপাড়া এলাকায় দীঘিতে ভাসমান অবস্থায় যুবক সাইফুল ইসলাম রাব্বানীর (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে র্যাব ১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
র্যাব-১১ জানায়, পূর্ব শত্রæতার জের ধরে আসামী পিয়াল ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে যুবক সাইফুল ইসলাম রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। পরে লাশ পুলিশ উদ্ধার করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী আখি নুর বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামী পিয়াল উক্ত মামলার প্রধান ১নং এজাহারভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
র্যাব-১১ আরো জানায়, হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে। অচিরেই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।
আপনার মতামত দিন