মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রোববার দুপুরে সোনারগাঁও থানায় ওই ছাত্রীর নানা নূর হোসেন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের টেক পাড়া এলাকার নূর হোসেনের নাতনি হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিলা আক্তার স্কুলে যাওয়ার পথে পাশ্ববর্তী চৌধুরীগাঁও গ্রামের আব্দুর রফিকুল ইসলাম রফিকের ছেলে মো. রাহাত উত্ত্যক্ত করতো। শনিবার সকালে নিলা আক্তার স্কুলে যাওয়ার পথে রাহাতের নেতৃত্বে কবির হোসেন, হাসান ও আলমসহ ৫-৭জনের একটি দল ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে নূর হোসেনের ভাগিনা শামীম ও বোন নূরমহলকে নিয়ে রাহাতের বাড়িতে গিয়ে স্কুল ছাত্রীকে দেখতে পায়। পরে ওই ছাত্রীকে নিয়ে আসার সময় রাহাতের নেতৃত্বে তার বাড়ির লোকজন হামলা করে। হামলায় ওই ছাত্রীর নানা নূর হোসেন, নূর মহল ও শামীম আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর নানা নুর হোসেন বাদি হয়ে গতকাল রোববার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত রাহাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নীলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। নীলা তার ইচ্ছার তার সঙ্গে তার বাড়িতে এসেছে। ওই ছাত্রীর বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অপহরণ ও হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন