শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, স্বেচ্ছাবেকলীগের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, মো. সাইদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন