মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শারদীয় দূর্গৎসবে ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
রোববার সকাল থেকে জাপা নেতা আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাষ্টার পূজা কমিটিকে সঙ্গে নিয়ে সিসি ক্যামেরা গুলো স্থাপন করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পূজা উদযাপন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সবাইকে আহ্বান করব গুজবে কান দেবেন না। কোনো কিছু নজরে এলে পুলিশের কাছে জানাবেন। পুলিশ তা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রতিমা বিসর্জনের সময়ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পূচা মন্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপনার মতামত দিন