নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দীর্ঘ ২৫ বছর পর আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দীর্ঘ দিন পর প্রতিক্ষিত এ
সম্মেলন হওয়ায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে সম্মেলন এলাকাসহ আশেপাশের এলাকায়। সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় সোনারগাঁও পৌর এলাকার শেখ রাসেল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি থাকবেন, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বডুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সম্পাদক মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিসহ কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্ব করবেন।
সঞ্চালনায় থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কায়সার ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দীর্ঘ ২৫ বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। এতে সোনারগাঁওয়ে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। সম্মেলনে এ প্রথম সোনারগাঁওয়ে মন্ত্রী, এমপিসহ ১৪ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। এলাকা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।
উল্লেখ্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। সম্মেলনে আবুল হাসনাত সভাপতি ও আব্দুল হাই ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে আবুল হাসনাত এবং ২০১৪ সালে আবদুল হাই ভূঁইয়া মারা যান। এ দুজন ছাড়া ৫১ সদস্যের কমিটির ২১ জন বিভিন্ন সময়ে মারা যান। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক মারা যাওয়ার পর বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে সামসুল ইসলাম ভূঁইয়া ও মাহফুজুর রহমান কালাম দায়িত্ব পালন করলেও বিভিন্ন পদে থাকা মৃত ২১ জনের বিপরীতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে পদগুলো এখন পর্যন্ত শূন্য হয়ে যায়। পরবর্তীতে ২০১৯ বছরের ১৫ জুলাই সোনারগাওঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যের উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কিছু নেতাকর্মী পদ বঞ্চিত হয়।
পরবর্তীতে ২০২১ সালের ২২ মার্চ বঞ্চিত নেতা কর্মীদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।
আপনার মতামত দিন