বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সাউদকে নির্দোষ দাবী করে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্ববগঞ্জ এলাকায় সামাজিক সংগঠন ষোলোআনার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সাউদের বড় ছেলে মো. পারভেজ সাউদ। এসময় উপস্থিত ছিলেন, হান্নান সাউদের স্ত্রী সুলতানা বেগম, মেঝ ছেলে মো. ইউসুফ সাউদ, বড় মেয়ে হাফসা আক্তার।
লিখিত বক্তব্যে মো. পারভেজ সাউদ বলেন, আমার বাবা আব্দুল হান্নান সাউদও এ জমি জহিরউদ্দিন আহম্মেদ জয়ের মাধ্যমে প্রতারিত হয়েছেন। জহিরউদ্দিন আহম্মেদ জয় আমার বাবার কাছে জমিটি পাওয়ার অব এ্যাটর্ণি দেওয়া আগেই তিনি ৬টি জায়গার বিপরিতে ৩ কোটি ৭০ লাখ টাকা টাকা বেসিক ব্যাংক লিমিটেড কাওরান বাজার শাখা হতে ঋণ গ্রহন করেন। ঋণ নেওয়ার পর থেকে তিনি বিদেশে নিজেকে আত্মগোপন করে রাখে। এ পর্যন্ত তিনি দেশে আসেননি। বর্তমানে এ ঋণ সুদে আসলে সাড়ে ৫কোটি টাকা হয়েছে।
তিনি বলেন, আমার বাবা পাওয়ার অব এ্যাটর্নি নেওয়ার পর আয়েশ আলীর মাধ্যমে শিরিন খাঁনের কাছে ৬ শতাংশ জমি বিক্রি করেন। ওই সময়ও কেউ জানতেন না এ জমি জহিরউদ্দিন আহম্মেদ জয় ব্যাংক থেকে জমির বিপরিতে ঋণ নিয়েছেন।
পারভেজ সাউদ বলেন, ব্যাংকের সমস্যা সমাধানের জন্য শিরিন খাঁন একাধিক বার তালতলা ফাঁড়িতে মিমাংসা বৈঠকে বসেছেন। সেখানে তিনি মাত্র ৪০ লাখ টাকার বাড়িসহ জমি কোটি টাকা দাবি করেন। এ নিয়ে কথাকাটাকাটি হয়। সেখানে আমার বাবাকে মামলা দিয়ে ফাঁসিয়ে জেল খাটানোর হুমকি দেয়। এটাই সত্য হয়েছে। আমার বাবা ২ নভেম্বর মাকেসহ ওমরা হজ্ব করার জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল। বাবা মিথ্যা অপবাদ নিয়ে জেলে। আমার মা’ও চিন্তায় শয্যাশায়ী হয়ে আছেন। বর্তমানে তিনিও অসুস্থ্য।
আব্দুল হান্নান সাউদের স্ত্রী সুলতানা বেগমের দাবি তার স্বামীকে ফাঁসানো হয়েছে। তার স্বামীর দ্রæত জামিন দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তিনি আরো বলেন, যেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে শিরিন খাঁন আত্মহননের চেষ্টা করেন ওইদিন বিকেল তিনটার দিকে ফাঁড়িতে বিল্ডিংসহ জমির দাম দর ও রেজিষ্ট্রি হওয়ার দিন ধার্য্য করার কথা ছিল। সকালে তিনি এ লংঙ্কাকান্ড ঘটিয়ে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন ।
উল্লেখ সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় বাড়ি কিনে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ তুলে শিরিন খাঁন নামের এক নারী জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই সন্তানসহ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই ঘটনায় শিরিন খাঁন ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় রূপগঞ্জের তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান সাউদ ও তার সহযোগী আয়েশ আলী গ্রেপ্তার হন। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।
আপনার মতামত দিন