নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান দাইয়ান সরকার (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা দিকে হ্রদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর বারদী মারকাজ মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে বারদী ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল,
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আপনার মতামত দিন