বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের প্রতিবাদ সভা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল বের করে। রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, শিল্প বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূইয়া, আহবায়ক কমিটির সদস্য এডভোটেক ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।
সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গ্রেনেড হামলা নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে গ্রেনেট হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করেন।
আপনার মতামত দিন