বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস,অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ, শান্তি সমাবেশ ও অবস্থান কমসূচি পালন করেছে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
রোববার বিএনপির ২ দফায় অবরোধ কর্মসুচির প্রথম দিনে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে কাঁচপুর, জামপুর বস্তল ও মেঘনা শিল্পনগরী এলাকায় অবরোধের বিরুদ্ধে এ অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করে।
রোববার দিনভর শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহ মো. সোহাগ রনি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বী, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সোহেল রানা, আওয়ামীলীগ নেতা ফিরোজ মোল্লা, আলী আকবর, ডা. আতিকুল্লাহ, মোহাম্মদ হোসাইন, মাসুম বিল্লাহ, কবির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন, আমি অনুরোধ করব ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে তা প্রকাশ না করাই ভাল। বিএনপির লোকজন মহাসড়কে ২/১টি টায়ার জ্বালিয়ে, ২/৪ জন মিলে মিছিল করবে এটা যদি আপনারা প্রচার করেন তাতে তারা উৎসাহিত হন। সুতারাং এটা প্রচার না করাই শ্রেয়।
তিনি বলেন, দেশে একটি স্বাধীনতা বিরোধীদল সব সময়ই উন্নয়নের বিরুদ্ধে ছিল, ভাল কাজে বিরোধীতা করছে। এখনও তার বিরোধীতা করছে। আমরা সোনারগাঁও আওয়ামীলীগ সব সময় সর্তক রয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। বিএনপির আরো কোন আন্দোলন সংগ্রাম দেয় সেটা রাজপথে প্রতিহত হবে ও জনগন দ্বারা প্রত্যাখিত হবে বলে আমরা বিশ্বাস করি।
আপনার মতামত দিন