নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া শহীদনগর এলাকায় তাহেরপুর আর্দশ নূরে মদিনা জামে মসজিদের উদ্বোধন করা হয়।
শুক্রবার সকালে এ মসজিদের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি রবিউল ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা ডা. শফিকুল ইসলাম বাচ্চু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম ফরাজী, আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মসজিদের জন্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নগদ এক লক্ষ টাকার অনুদান প্রদান করেন এবং মসজিদের জন্য একটি আই পি এস, ও ৮ টি ফ্যান এবং কার্পেট এর ব্যবস্থা করেন।
আপনার মতামত দিন