মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতি ছিনতাইসহ একধিক মামলার আসামী শাওনকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি বাসায় শাওন ও তার সঙ্গীরা ডাকাতির সময় হাতেনাতে আটক স্থানীয় এলাকাবাসী। এসময় তার সাথে থাকা অন্যান্য ডাকাত সদস্য পালিয়ে যায়। এলাকাবাসী ডাকাত শাওনকে গণধোলাই দিয়ে গাছের সাথে বেধে রাখে। আটককৃত শাওন উপজেলার পিরোজপুর গ্রামের মনির মিয়ার ছোট ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ডাকাত শাওন ও তার বড় ভাই সাগর দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছে৷ তাদের ডাকাতচক্র প্রতিরাতে পিরোজপুর গ্রাম সহ উপজেলার বিভিন্ন এলাকার বাড়িতে ডাকাতি করে। এর আগেও শাওনের নেতৃত্বে ডাকাতচক্র একই গ্রামের নজরুল ইসলামের বাসায় গভীর রাতে ডাকাতি করে মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী আরো জানান, এই ডাকাত চক্রটি মাদকাসক্ত ও মাদক কারবারীদের সাথে প্রতক্ষ্যভাবে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রতিদিনই গভীর রাতে তারা কারো না কারো বাসায় চুরি ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
প্রতিবারই এলাকাবাসী তাদের ধরে পুলিশে সোর্পদ্য করলে অদৃশ্য শক্তির ছায়ায় সপ্তাহ খানেক পর জামিনে বের হয়ে আসে বলে এমন অভিযোগ এলাকাবাসীর।
আপনার মতামত দিন