ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনালে খেলবে বৈদ্যেরবাজার ও জামপুর ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌরসভায় বঙ্গবন্ধু শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালের দিনের প্রথম খেলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ ২-০ গোলে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদকে হারিয়ে প্রথম ফাইনালে উঠে। দ্বিতীয় খেলার সোনারগাঁও পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে জামপুর ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ফাইনালে উঠে।
আগামীকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ রাসেল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সেমিফাইনালে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড.সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। উদ্বোধক ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদ এলাহী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, সোনারগাঁও উপজেলা প্রশাসন এর আয়োজনে ও সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ পৌরসভা দল অংশ নেন। গত ১৩ মে এ খেলা শুরু হয়। আগামীকাল শুক্রবার বিকেলে ফাইনালে খেলবে জামপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ।
আপনার মতামত দিন