রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্র গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম জুনায়েদ রহমান (১৩) । গত ২০ এপ্রিল শনিবার থেকে সকাল ১১ টার দিকে মাদ্রাসার উদ্যোগে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি।
এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা মো. শহীদ আলম বাদি হয়ে নিখোঁজের দুদিন পর সোমবার বিকেলে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। ওই ছাত্রের সন্ধান না পাওয়ার তার পরিবারের মধ্যে আতংঙ্ক বেড়েছে।
জানা যায়, উপজলোর সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাড়ি হইতে গত শনিবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী জামিয়া ফারুকিয়া কোমিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। দু’দিন খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে নিখোঁজ ছাত্রের বাবা সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ ছাত্রের গায়ের রং শ্যামলা, পরনে টাউজার ও ও খেলার জার্সি পরিহিত ছিল। ওই ছাত্রের সন্ধান পেলে সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় মো. শহীদ আলমের বাড়িতে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
নিখোঁজ ছাত্র জুনায়েদের চাচা আবুল হোসেন অপু সোনারগাঁও নিউজকে জানান, ৭দিনেরও তার ভাতিজার কোন খোঁজ মেলেনি। থানায় সাধারণ ডায়েরী করেও কোন ফল পায়নি। জুনায়েদের শোকে তার বাবা মা খাওয়া ধাওয়া ছেড়ে দিয়েছেন। তার শোকে শোকার্ত হয়ে কান্না করতে করতে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তারা এখন আতংঙ্কের মধ্যে দিনপাত করছেন।
সোনারগাঁও থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম সোনারগাঁও নিউজকে বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁেজর ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহন করা হয়েছে। তার সন্ধানে বিভিন্ন থানায় র্বাতা পাঠানো হয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ করছে।
আপনার মতামত দিন