নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার সন্ধ্যায় কুরআন খতম, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি জেলা আহবায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় যুবসংহতি আহবায়ক বাবু রিপন ভাওয়াল, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব কাউন্সিলর আফজাল হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা আমিনুল হক প্রধান, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ কামাল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আশরাফুল ভূঁইয়া মাকসুদ, নোয়াগাঁও ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, পৌরসভা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, গরীব নেওয়াজ, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত, নারী নেত্রী জাহানারা রহমান, জাহেদা আক্তার মনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নেতা জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, হাজী শ্যামল শিকদার,আলমগীর মেম্বার, আবু তালেব চৌধুরী জিসান, ওমর ফারুক টিটু প্রমূখ। অনুষ্ঠানে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁওয়ে জাতীয় পার্টি আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টির জনপ্রিয়তা দেখে অনেকে হিংসে করে, বড়ধরনের ষড়যন্ত্র করতে চায়। জাতীয় পার্টির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে দাত ভাঙা জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন নেতা-কর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত দিন