রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও আওয়ামীলীগকে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে বার বার কুচক্রী মহল আওয়ামীলীগে কোন্দল রয়েছে বলে বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে উপস্থাপন করেছেন। সোনারগাঁও আওয়ামীলীগে কোন কোন্দল নেই তবে রয়েছে রাজনৈতিক প্রতিযোগিতা।
সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে সোনারগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ দাবি করেন। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তরা বলেন, আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে দলের জন্য যাদের ত্যাগ রয়েছে তাদেরকে অন্তর্ভ‚ক্ত করা হবে। যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন তারাও এ কমিটিতে আসবেন। এ কমিটি স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে থাকবে। কমিটি করতে গিয়ে কোন বানিজ্য বরদাজ করা হবে না। কেউ যদি কমিটিতে অন্তর্ভ‚ক্ত করার নামে বানিজ্য করেন প্রমাণ পেলে তাকে এ দল থেকে বহিস্কার করা হবে।
সভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন