বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘স্বপ্নের পদ্ম সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন কালের কন্ঠ শুভ সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস, আওয়ামীলীগ নেতা কবির হোসেন, মাসুম বিল্লাহ, আবু হানিফ, সাংবাদিক গাজী মোবারক, কামরুল ইসলাম, শেখ ফরিদ, দ্বীন ইসলাম অনিক।
চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থীর আঁকা পদ্মা সেতু সেরা বিবেচিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন