মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       

সোনারগাঁওয়ে ২১ হাজার ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২১ হাজার ৩শ’ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার রাতে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের সোনারগাঁও থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের চান্দগাঁও থানার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মেদের ছেলে মো. সেলিমউদ্দিন ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ৫নং ক্যাম্পের মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন। এসময় তাদের নিকট থেকে ২ হাজার ৪৫০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার একে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD