নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
অবশেষে দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৫ বছর ধরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এক কমিটিতেই এ প্রাচীন সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। ফলে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।
বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আয়োজিত বর্ধিত সভায় আগামী ৩ সেপ্টেম্বর শনিবার শেখ রাসেল স্টেডিয়ামে এ সম্মেলন হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্ব করেন।
সভায় নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও সোনারগাঁওয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। ওই সম্মেলনে আবুল হাসনাতকে সভাপতি ও আবদুল হাই ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে আবুল হাসনাত এবং ২০১৪ সালে আবদুল হাই ভূঁইয়া মারা যান। এ দুজন ছাড়া ৫১ সদস্যের কমিটির ২০ জন বিভিন্ন সময়ে মারা যান। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক মারা যাওয়ার পর বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে সামসুল ইসলাম ভূঁইয়া ও মাহফুজুর রহমান কালাম দায়িত্ব পালন করলেও বিভিন্ন পদে থাকা মৃত ২০ জনের বিপরীতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে পদগুলো এখন পর্যন্ত শূন্য হয়ে যায়।
এদিকে ২০১৯ বছরের ১৫ জুলাই নারায়ণগজেলা আওয়ামীলীগ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যের উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই বছরের ৩ আগস্ট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভা করে আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন। পাশাপাশি আহ্বায়ক কমিটির সদস্যদের সোনারগাঁওয়ে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁদের প্রতিহত করার ঘোষণা দেন। পরবর্তীতে ২০২১ সালের ২২ মার্চ বঞ্চিত নেতা কর্মীদের সমন্বয়ে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পুনঃ বিন্যাস করে এ কমিটি করা হয়। আহবায়ক কমিটির পুনঃ বিন্যাসে প্রায় দেড় বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। এতে করে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁও নিউজকে জানান, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্বে আগামীতে জামায়েত বিএনপির আন্দোলন সংগ্রাম প্রতিহত করা হবে।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার সোনারগাঁও নিউজকে জানান, দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষনা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উদ্দীপনা তৈরি হয়েছে। আগামীতে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে সোনারগাঁও আওয়ামীলীগ।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া জানান, বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর সম্মেলন এর তারিখ নির্ধারণ করা হয়। তৃণমূল আওয়ামীলীগের সমর্থনে বিশাল জনসভার মাধ্যমে সুন্দর কমিটি ঘোষনা করা হবে। এতে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আপনার মতামত দিন