মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে নাদিম সাউদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । রোববার সকালে কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের কোলিয়াভিটায় এ ঘটনা ঘটে।
নিহত নাদিম সাউদ ওই গ্রামের নাসিরউদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় ও তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকায় রোববার সকাল ৭টার দিকে নাদিম সাউদ নিজ বাড়ির পুকুরের মাটি কাটার জন্য পুকুরের পানি নিষ্কাষনের সময় সেচ মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে গুরুত্বভাবে আহত হয়। পরিবারের লোকজন আহতবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত দিন