শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাওঁয়ের কাঁচপুরে এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দিবাগত রাতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে এ থানায় মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১শ’১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬শ’ জনকে আসামি করা হয়।
সোমবার দুপুরে সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এ মামলায় পুলিশ বিএনপির দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিএনপির পদযাত্রায় কর্মসূচীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি গাড়ী ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে ১৭জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। এ ঘটনায় গত রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও থানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭শ’ ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
মামলায় প্রধান আসামী করা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১শ’ ১৩ জনকে।
এদিকে থানায় মামলা দায়েরের পর পুলিশ সোনারগাওঁয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন জামপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম মিয়া (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া (৫৫)। গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম মিয়ার বাড়ি জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে। সুরুজ মিয়ার বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামে।
বিএনপির সূত্রে জানা যায়, কাঁচপুরে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি অভিযান চালাচ্ছে। তাদের বাড়িঘরে তল্লাসী অব্যাহত রেখেছে। গ্রেপ্তার এড়াতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আতংকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ১’শ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬’শ জনকে আসামি করা হয়েছে।
আপনার মতামত দিন