মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ও সাদিপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় ও সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান পাড়ায় অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেন এর পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
জামপুরে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মতিন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেওয়ান আক্তারুজ্জামান, দেওয়ান হারুন অর রশীদ, দেওয়ান মনিরুজ্জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অপরদিকে সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাইনদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, জামাল উদ্দিন, ফিরোজ বান্ডারি, জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি করিম মিয়া, সাংগঠনি সম্পাদক ফারুক মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়ন ভূঁইয়া, জাকির হোসেন, মুজাফ্ফর, রমজান, মাসুম হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর, শফিকুল, ছাকিবসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহ- পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত দিন