নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসুচি পালন করে।
এ উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ও কেক কেটে জন্মদিন পালন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও পৌরসভার আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে রাব্বি, ছগির আহমেদ, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহমেদ, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ, আরিফ আহমেদ রবিন, মামুন আহমেদ রাশেদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন